০২ গর্জরিলা
banglamax
7 Pages
গর্জরিলা এমন এক প্রজাতির প্রাণী, যারা ক্ষুধার সময় ভয়ঙ্কর রক্তলোলুপ হয়ে ওঠে, আর অন্য সময় শান্তশিষ্ট। সেই প্রজাতির প্রাণী হয়ে গর্জরিলা নিজের রক্তলোলুপতার জন্য দূঃখিত, অনুতপ্ত। নাভীশা আর হালুম গর্জরিলার জন্য একজন ছেলেবন্ধু খুঁজে দিতে বেরোলো। তারা কি খুঁজে পাবে এমন কাউকে? নাভীশার এই পর্বে ওদের এই মজাদার অভিযানের কথা রয়েছে। এই পর্বটি যথেষ্ট প্রাপ্তবয়স্কদের জন্য।
10th January, 2024 8:26 AM
Comments
No Comments!